মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সুনামগঞ্জে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৭ পিএম

শেয়ার করুন:

সুনামগঞ্জে বজ্রপাতে একজনের মৃত্যু

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বজ্রপাতে দ্বীন ইসলাম (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১টায় বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের সিরাজপুর চরপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।


বিজ্ঞাপন


নিহত দ্বীন ইসলাম চরপাড়া গ্রামের মৃত সুলুতু মিয়ার ছেলে।

আরও পড়ুন

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল চা দোকানির

খোঁজ নিয়ে জানা যায়, দ্বীন ইসলাম বাড়ির অদুরে একটা খোলা জমিতে ধৈনচা (পাট শাক), মরিচ, লাকড়ি শুকাতে দেন। হঠাৎ করে বৃষ্টি পড়তে দেখে তিনি শুকাতে দেওয়া ধৈনচা ও মরিচ গোছানোর জন্য গেলে বজ্রপাতে মারা যান তিনি।

সিরাজপুর গ্রামের দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য মোহাম্মদ কামাল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাড়ি কাছেই বজ্রপাতের শিকার হন দ্বীন ইসলাম। দুপুরে বৃষ্টির সময় বজ্রপাতে  ঘটনারস্থলে তিনি মারা যান।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর