ফেনী শহরের জেল রোডে টমটম চালক জাফর আহাম্মদ হত্যার ঘটনায় দায়ের করা মামলার আসামি যুবলীগ নেতা কাজী রশিদ আহাম্মদ রাব্বিকে (৪০) গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে ফেনী শহরের সহদেবপুর এলাকার একটি বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
রাব্বি ফেনী সদর উপজেলার কালীদহ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি ওই ইউনিয়নের আলোকদিয়া গ্রামের কাজী শামসুদ্দিনের ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ৪ আগস্ট ফেনী শহরের জেল রোডে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় ঘটনাস্থলেই নিহত হন ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের ফতেহপুর এলাকার টমটম চালক জাফর আহাম্মদ।
এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে ৫ সেপ্টেম্বর ফেনী মডেল থানায় ২০৫ জনের নাম উল্লেখ করে আরও ১০০/১৫০ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার এজহারে যুবলীগ নেতা কাজী রশিদ আহাম্মদ রাব্বিকে ১২১ নম্বর আসামি করা হয়।
বিজ্ঞাপন
_20240920_215226172.jpeg)
ফেনীস্থ যৌথ বাহিনীর সদস্যরা জানান, শুক্রবার সন্ধ্যার দিকে ফেনী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড সহদেবপুর এলাকায় যৌথবাহিনী অভিযান চালায়। এসময় একটি বাড়ি থেকে হত্যা মামলার এজহার ভুক্ত আসামি রাব্বিকে গ্রেফতার করা হয়।
ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ রুহুল আমীন বলেন, যৌথ বাহিনীর হাতে গ্রেফতার আসামি রাব্বীকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
প্রতিনিধি/এসএস

