বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

রানীশংকৈলে মাইক্রোবাস উল্টে নিহত ১, আহত ৩

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২১ পিএম

শেয়ার করুন:

loading/img

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে অটোরিকশাকে রক্ষা করতে গিয়ে মাইক্রোবাস উল্টে রাইসুল ইসলাম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আরও আহত হয়েছেন মাইক্রোবাসে থাকা ৩ জন।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে রানীশংকৈল-বালিয়াডাঙ্গী সড়কে নেকমরদ ভবানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


বিষয়টি সন্ধ্যা ঢাকা মেইলকে নিশ্চিত করেন রানীশংকৈল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. নাছিম ইকবাল।

নিহত রাইসুল ইসলাম দিনাজপুরের সোহেল রানার ছেলে।

thumbnail_1726837244463

আহতরা হলেন- দিনাজপুরের মহিবুল আলমের ছেলে রাকিউল ইসলাম (১৭), রাজশাহী সদর উপজেলার সাইফুল ইসলামের ছেলে জুনাইদুল ইসলাম (১৬) ও ঠাকুরগাঁও রানীশংকৈল উপজেলার আবির হোসেনের মেয়ে আসকা খাতুন (১৮)।


বিজ্ঞাপন


আরও পড়ুন

ট্রাক্টর চাপায় প্রাণ গেল চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর

রানীশংকৈল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশনের ডিউটি অফিসার সুমন মাইক্রোবাসের চালকের বরাতে জানান, দিনাজপুর থেকে রানীশংকৈল হয়ে পঞ্চগড়ে চা বাগান দেখার উদ্দেশে মাইক্রোবাসটি দুপুর আড়াইটার দিকে নেকমরদ এলাকায় পৌঁছালে অপর দিকে থেকে আসা একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়।

thumbnail_1726837244447

এসময় মাইক্রোবাসে থাকা রাইসুল ইসলাম নামে এক যুবক ঘটনা স্থলে মারা যান। আহত হয়েছেন আরও তিন জন। আহতদের উদ্ধার করে রানীশংকৈল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এছাড়াও নিহতের লাশ ফায়ার সার্ভিসের সদস্যরা থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub