মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ঢাকা

গণপিটুনিতে নিহত তোফাজ্জল বাবা-মা ও ভাইয়ের পাশে চিরনিদ্রায় শায়িত

জেলা প্রতিনিধি, বরগুনা
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৯ পিএম

শেয়ার করুন:

loading/img

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের মরদেহ বরগুনার নিজ বাড়ির স্থানীয় মাদরাসা মাঠে জানাজা শেষে বাবা-মা ও ভাইয়ের কবরের পাশে দাফন করা হয়েছে।

এসময় স্থানীয়রা তোফাজ্জল হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেন।


বিজ্ঞাপন


IMG-20240920-WA0000

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে বরগুনা পাথরঘাটার কাঁঠালতলী ইউনিয়নের তালুকের চরদুয়ানি তার গ্রামের পারিবারিক কবরস্থানে বাবা, মা ও ভাইয়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হন তিনি।

আরও পড়ুন

আখাউড়ায় ১১৫০ কেজি ভারতীয় কফিসহ গ্রেফতার ৩

উল্লেখ্য, গত বুধবার চোর সন্দেহে তাকে আটক করে ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা। রাত ১০টা পর্যন্ত হলের গেস্টরুমে কয়েক দফা মারধর করা হয় তাকে। এক পর্যায়ে ক্যান্টিনে বসিয়ে খাবারও খাওয়ায় শিক্ষার্থীরা।


বিজ্ঞাপন


এরপর আবারও মারধর করা হয়। এসময় তোফাজ্জল অসুস্থ হয়ে পড়লে মধ্যরাতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর