সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আরোহী নিহত

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৬ এএম

শেয়ার করুন:

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আরোহী নিহত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রাক্টর ট্রলির চাকায় পিষ্ট হয়ে ফয়সাল আহাম্মেদ নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক নাজমুলও আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে পীরগঞ্জ পৌর শহরের রেল ক্রসিংয়ের পূর্ব দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন গ্রামের বেলাল হোসেনের ছেলে।


বিজ্ঞাপন


পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ফয়সাল ও নাজমুল মোটরসাইকেলে করে পূর্ব চৌরাস্তা থেকে পশ্চিম চৌরাস্তার দিকে যাচ্ছিলেন। তখন পেছন থেকে আসা একটি ট্রাক্টর ট্রলির নিচে পড়ে যান তারা। এতে ফয়সাল ট্রলির চাকায় পিষ্ট হন। আহত অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন। নাজমুলকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ওসি খায়রুল আনাম জানিয়েছেন, শ্রমিকরা ট্রাক্টরটিকে জব্দ করেছেন এবং সেটি তাদের কাছে রয়েছে। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর