মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মহেশখালীতে অস্ত্রসহ সন্ত্রাসী আটক

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৪ পিএম

শেয়ার করুন:

মহেশখালীতে অস্ত্রসহ সন্ত্রাসী আটক

কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি এলাকা থেকে শাহজাহান নামের এক সন্ত্রাসীকে আটক করেছে নৌবাহিনী।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করেন নৌবাহিনী। ওই অভিযানে গুলিভর্তি একটি শর্টগানসহ শাহজাহান নামে এ সন্ত্রাসীকে আটক করা হয়।


বিজ্ঞাপন


নৌবাহিনী সূত্রে জানা যায়, অভিযানের সময় নৌ-সদস্যদের উপস্থিতি টের পেয়ে শাহজাহান পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি শর্টগান এবং তাজা গুলি উদ্ধার করা হয়।

আরও পড়ুন

রোহিঙ্গা শিবির থেকে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার

আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় নৌবাহিনী নিয়মিতভাবে দায়িত্বপূর্ণ এলাকাসমূহে টহল ও বিশেষ অভিযান পরিচালনা করছে। নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিহত করতে নৌবাহিনীর এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর