সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

লালমনিরহাটে ধানখেতে পড়ে ছিল মরদেহ ​

জেলা প্রতিনিধি, লালমনিরহাট
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫০ পিএম

শেয়ার করুন:

লালমনিরহাটে ধান খেতে পড়ে ছিল মরদেহ ​

লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলা বাড়ি ২ নম্বর ওয়ার্ড চৌধুরীপাড়া-ফলিমারী রাস্তার পাশের ধানখেত থেকে রমজান আলী (৬৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের চৌধুরী পাড়া এলাকায় পাকা রাস্তার পাশে একটি ধানখেতে মরদেহটি দেখতে পায় এলাকাবাসী। এরপর তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে।


বিজ্ঞাপন


আরও পড়ুন

মিরসরাইয়ে সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু

মৃত রমজান আলী ওই উপজেলার হাজীগঞ্জ বকসিপাড়া গ্রামের মৃত আহাদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পাকা রাস্তার পাশে রাস্তার ধানখেতে স্থানীয়রা ওই ব্যক্তির লাশ পড়ে থাকা অবস্থায় দেখে পুলিশে খবর দেন। এরপর পুলিশ এসে সেখান থেকে মরদেহটি উদ্ধার করেন।

এ বিষয়ে আদিদমারী থানার ওসি মাহমুদ উন নবী বলেন, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর