মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ময়মনসিংহে হাসিনা-কাদেরসহ ২৬৪ জনের বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৭ পিএম

শেয়ার করুন:

ময়মনসিংহে হাসিনা-কাদেরসহ ২৬৪ জনের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহের ভালুকায় রাজমিস্ত্রি তোফাজ্জাল হোসেন (২২) হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ২৬৪ জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে। 

রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৮ নম্বর আমলি আদালতে ভালুকা উপজেলার চাপড়বাড়ী এলাকার বাসিন্দা হৃদয় মাহমুদ জান্নাত বাদী হয়ে মামলার আবেদনটি করেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন: হবিগঞ্জে ২৬ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা

এ মামলায় ৬৪ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাত আরও ২০০ জনকে আসামি করা হয়।

এ সময় বিচারক স্মরণিকা পাল মামলাটি আমলে নিয়ে এ ঘটনায় আরও কোনো মামলা দায়ের হয়েছে কিনা তা ১৯ সেপ্টেম্বরের মধ্যে আদালতকে জানাতে ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।

আরও পড়ুন: আন্দোলনে আহত আমির হোসেনের পাশে জামায়াত


বিজ্ঞাপন


মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ভালুকা আসনের সাবেক এমপি এম এ ওয়াহেদ, সাবেক এমপি কাজিম উদ্দিন আহাম্মদ ধনু, পিস্তল মামুন, জঙ্গইল্যা মনিরসহ স্থানীয় আওয়ামী লীগের ৬৪ জনের নাম উল্লেখ করা হয়।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আজিজুল হক খান বলেন, ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আসামিদের নির্দেশে এবং প্রত্যক্ষ হামলায় ভালুকার আইডিয়াল মোড় এলাকায় খুন হন তোফাজ্জল হোসেন। হত্যাকাণ্ডের সঙ্গে আসামিরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। আমরা এ হত্যাকাণ্ডের ঘটনায় ন্যায়বিচার আশা করছি।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর