গাজীপুর মহানগর আওয়ামী লীগ নেতা, বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিনকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে পুলিশ।
রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে থাইল্যান্ড যাওয়ার চেষ্টার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।
বিজ্ঞাপন
আটক কাজী আলিম উদ্দিন বুদ্দিন গাজীপুর মহানগরীর উত্তর ছায়াবীথি নয়াবাড়ি এলাকার বাসিন্দা।
তিনি প্রয়াত কাজী সিরাজ উদ্দিন ছেলে এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য।
তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে অংশগ্রহণ করে পরাজিত হয়েছিলেন।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকাল সাড়ে ৯টার দিকে কাজী আলিম উদ্দিন উদ্দিন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশের বাইরে থাইল্যান্ড যাওয়ার চেষ্টা করেন। সে সময় ইমিগ্রেশন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে গাজীপুর মহানগর পুলিশকে (জিএমপি) খবর দেয়।
পরে কাজী আলিম উদ্দিন বুদ্দিনকে জিএমপির বাসন থানায় হস্তান্তর করা হবে।
গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, কাজী আলিম উদ্দিন বুদ্দিনকে ঢাকা থেকে আনার প্রক্রিয়া চলছে। বাসন থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।
প্রতিনিধি/এসএস

