বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ঢাকা

হাতিয়ায় ট্রলার ডুবির ঘটনায় ২২ জেলে জীবিত উদ্ধার

উপজেলা প্রতিনিধি, হাতিয়া (নোয়াখালী)
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৮ পিএম

শেয়ার করুন:

হাতিয়ায় ট্রলার ডুবির ঘটনায় ২২ জেলে জীবিত উদ্ধার

দ্বীপ উপজেলা হাতিয়ায় বৈরী আবহাওয়ায় ঝড়ের কবলে পড়ে মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ ২২ জেলেকে জীবিত উদ্ধারের খবর পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন জাহাজমারা আমতলী ঘাটের বোটমালিক লুৎফুল্লাহিল নিশান।

রোববার (১৫ সেপ্টেম্বর) আমতলীর কামরু মাঝির ডুবে যাওয়া বোটের ১০ জন মাঝিমাল্লাকে চট্টগ্রামের বাঁশখালি উদ্ধার করে স্থানীয় পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।


বিজ্ঞাপন


তারা হলেন—রাশেদ মাঝি, কামরু কোম্পানী, আজমির, ভাগি শরীফ, নাহিদ, বেলাল, বাবুর্চি শরীফ, ইরাক, নাঈম মেস্ত্রী ও মামুন। এরা প্রত্যেকে জাহাজমারা ইউনিয়নের নতুন সুখচর গ্রামের বাসিন্দা।

এছাড়া আমতলী ঘাটের এনাম চৌধুরী জানান, হাতিয়া উপজেলা দমার চরে ভেসে আসা ১২ জন জেলেকে জীবিত উদ্ধার করেছেন স্থানীয় লোকজন। উদ্ধার হওয়া জেলেরা আমতলী ঘাটের ডুবে যাওয়া রহিম মাঝির বোটের। তবে তিন জেলে এখনো নিখোঁজ রয়েছে বলে জানানো হয়।

উদ্ধার হওয়া জেলেদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে বলে তিনি জানান।

আরও পড়ুন—


বিজ্ঞাপন


নিঝুমদ্বীপের মেহেরাজ মাঝির ডুবে যাওয়া ট্রলারের সবাই উদ্ধার হলেও রহিম নামের এক জেলে এখনও নিখোঁজ রয়েছেন বলে জানান স্থানীয় সাহেদ মেম্বার।

উল্লেখ্য, শুক্রবার সারাদিন ঝড়ো হাওয়ায় হাতিয়ার আমতলী ঘাট, নিঝুমদ্বীপ, বুড়িরদোনা ঘাট, দানার দোল ঘাট ও বাংলা বাজার ঘাটের দূরবর্তী মেঘনার কয়েকটি স্থানে ট্রলার ডুবে যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ভূমি মিল্টন চাকমা জানান, আমতলী ঘাটের তিনজন ও নিঝুমদ্বীপে একজন জেলে এখনো নিখোঁজ রয়েছে। এছাড়াও নিঝুমদ্বীপে ডুবে যাওয়া ট্রলারগুলোর মধ্যে তিনটি উদ্ধার হয়েছে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর