মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জয়পুরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, আহত ১০

জেলা প্রতিনিধি, জয়পুরহাট
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩০ পিএম

শেয়ার করুন:

জয়পুরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, আহত ১০

জয়পুরহাটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে গিয়ে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।

রোববার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জয়পুরহাট-হিলি সড়কের বনখুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির।

thumbnail_20240915_115003

আহতরা হলেন- জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুয়াতপুর গ্রামের বাবু মিয়ার ছেলে দেলোয়ার হোসেন (৩০), শিমুলতলী গ্রামের আব্দুল বাতেনের স্ত্রী হালিম বেগম (৩০) নাকুরগাছি গ্রামের মৃত মানিকের স্ত্রী  আলেমন বেওয়া  (৮০) সাড়াই পাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে লিটন (৪৩) ছোট মানিক গ্রামের নাসির উদ্দীনের মেয়ে নাদিরা বেগম (৩৬) কুয়াতপুর গ্রামের আব্দুল আলীমের ছেলে সানোয়ার হোসেন (৪৫) কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার আইয়ুব আলীর মেয়ে জান্নাতুন (২৪) কালাই উপজেলার বনখুর গ্রামের খয়বর আলীর স্ত্রী রেবেকা বেগম (৫০), হাসান আলী (৩৬) ও এমরান হোসেন (২৮)।

আরও পড়ুন

পাবনায় বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত

এ বিষয়ে ওসি হুমায়ুন কবির  জানান, এবি পরিবহন’ নামের বাসটি  হিলি থেকে যাত্রী নিয়ে জয়পুরহাট বাসটার্মিনালে যাচ্ছিল। পথে জয়পুরহাট সদর উপজেলার বনখুর এলাকায় এসে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরের পড়ে উল্টে যায়। এতে ১০  জন যাত্রী আহত হন। স্থানীয়দের খবরে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল  হাসপাতালে ভর্তি করেন।

তিনি জানান, এতে কারও নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। আহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে বলেও জানান ওসি।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর