নিম্নচাপের প্রভাবে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ২০ টি ট্রলারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। সাগরে সৃষ্ট লোগো চাপে কূলে ফিরে আসতে পারেনি মাছ ধরার ২০ ট্রলারসহ প্রায় তিন শতাধিক জেলে। তারা কোথায় কেমন আছে নিরাপদ আশ্রয়ে আছেন কি না সেই তথ্যও নিশ্চিত করতে পারছে না ট্রলার মালিক সমিতি।
শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।
বিজ্ঞাপন
গতকাল শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত থেকে পাথরঘাটায় বিদ্যুৎ না থাকায় চার্জে দিতে না পেরে অনেকের মোবাইলফোন বন্ধ বিধায় পরিবারের সঙ্গেও যোগাযোগ করতে পারছে না সাগরে মাছ ধরার ট্রলারে থাকা জেলেরা। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি, কোস্ট গার্ড, নৌ- পুলিশ ২০ ট্রলারের জেলেদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে বলে জানিয়েছেন ট্রলার মালিক সমিতির।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। গত দুদিনে যেসব জেলে ফিরে এসেছেন তারা জানিয়েছেন, সাগরে প্রচণ্ড ঢেউ, ট্রলার নিয়ে সাগরে থাকা মুশকিল। এখন পর্যন্ত পাথরঘাটার ২০টি ট্রলার ফিরে আসতে পারেনি, ওইসব ট্রলার কোথাও নিরাপদে আছে কি না তাও এখন পর্যন্ত জানা যায়নি।
প্রতিনিধি/একেবি

