রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতা দিদারকে হত্যা, আটক ২

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৪ পিএম

শেয়ার করুন:

গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতা দিদারকে হত্যা, আটক ২

গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা শওকত আলী দিদারকে হত্যার ঘটনায় আলিমুজ্জামান চৌধুরী (৫০) ও সিজার শেখ (৪২) নামে দুইজনকে সন্দেহমূলক আটক করেছে পুলিশ। 

শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে ওই দুইজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বাড়ি সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায়। 


বিজ্ঞাপন


গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিচুর রহমান জানিয়েছেন, আলিমুজ্জামান চৌধুরী ও সিজার শেখকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত হোসেন দিদার নিহতের ঘটনায় সংশ্লিষ্টতা রয়েছে-এমন সন্দেহে গোপালগঞ্জ শহরের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

কিন্তু ওই ঘটনায় এখন পর্যন্ত মামলা না হওয়ায় তাদের এঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আদালতে পাঠানো হয়। আদালত তাদেরকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।  

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর