মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

দৌলতপুরে পিকনিকে দুগ্রুপের সংঘর্ষে আহত কলেজ ছাত্রের মৃত্যু

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৩ পিএম

শেয়ার করুন:

loading/img

কুষ্টিয়ার দৌলতপুরে দুই গ্রুপের সংঘর্ষে আহত কলেজছাত্র রাব্বী হোসেনের (২০) মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাব্বীর মৃত্যু হয়।


বিজ্ঞাপন


নিহত রাব্বি উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি উত্তর পাড়া গ্রামের মসলেম উদ্দিনের ছেলে।

এর আগে গত ৩০ আগস্ট রাতে কুষ্টিয়ার দৌলতপুরে পিকনিক করা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে রাব্বি হোসেন (২০) নামের ওই কলেজ ছাত্র আহত হয়।

পরে আহত অবস্থায় রাব্বিকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপালে পাঠানো হয়। পরে গত শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন

বিয়ের একদিন পর সড়ক দুর্ঘটনায় স্বামী হারালেন নববধূ

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ৩০ আগস্ট রাতে নিজ এলাকাতে পিকনিক করছিল দুই গ্রুপ। পরে তাদের ভেতর একটা উত্তেজনা তৈরি হলে হামলার ঘটনা ঘটে। এতে আহত হয় রাব্বি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে পাঠানো হয়। এ ঘটনার পরের দিন থানায় হামলার অভিযোগ এনে ৭ জনের নামে মামলা করে রাব্বির পরিবারের সদস্যরা। পরে গত শুক্রবার রাতে রাব্বিরের মৃত্যু হয়।

এবিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবুর রহমান বলেন, পিকনিককে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে রাব্বি আহত হয়। পরে তাকে উন্নত চিকিৎসা জন্য রাজশাহীতে নেওয়া হয়। এ ঘটনায় হামলার অভিযোগে একটি মামলা হয়েছিল। তবে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। ছেলেটি শুক্রবারে মারা গেছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর