বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ঢাকা

‘সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারেনি’

উপজেলা প্রতিনিধি, মিরসরাই, চট্টগ্রাম
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:২০ এএম

শেয়ার করুন:

‘সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারেনি’
ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে মিরসরাই পৌর সদরের পার্ক ইন রেস্তোরায় মিরসরাইয়ের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মিরসরাই উপজেলা জামায়াতের নেতারা সাংবাদিকদের প্রতি সমর্থন ব্যক্ত করেন এবং তাদের স্বাধীনভাবে কাজ করার বিষয়টি তুলে ধরেন।

মিরসরাই উপজেলা জামায়াতের নেতারা বলেন, অতীতে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারেননি এবং তারা অনেক নির্যাতনের শিকার হয়েছেন। নেতারা তাদের আশা প্রকাশ করেন যে সাংবাদিকরা তাদের ইতিবাচক কর্মকাণ্ডগুলোর খবর প্রকাশ করবেন, যা জাতির সামনে তুলে ধরা হবে।


বিজ্ঞাপন


তারা আরও বলেন, ৫ আগস্ট সাধারণ ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটেছে। ফ্যাসিবাদী সরকার দেশকে পঙ্গু করে দিয়েছে, বিচার বিভাগকে দলীয়করণ করে অবিচার করেছে, এবং পুলিশ বিভাগকে নিজেদের লাঠিয়াল বাহিনী হিসেবে গড়ে তুলেছে। তারা দাবি করেন, এই ফ্যাসিবাদী সরকার দেশের সব বিভাগকে ধ্বংস করেছে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মিরসরাই উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরুল কবির এবং সঞ্চালনা করেন মিরসরাই উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আনোয়ারুল আল মামুন।

বক্তব্য রাখেন জোরারগঞ্জ থানা জামায়াতের আমির নুরুল হুদা হামিদী, সেক্রেটারি মো. মাঈন উদ্দিন, মিরসরাই উপজেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন, অফিস ও প্রচার সম্পাদক অধ্যাপক শফিকুল আলম শিকদার, জোরারগঞ্জ থানা জামায়াতের প্রশিক্ষণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, শ্রমিক কল্যাণ সম্পাদক মো. আবু তাহের, বায়তুলমাল সম্পাদক মো. আব্দুল গফুর, মিরসরাই পৌর জামায়াতের সভাপতি মো. শিহাব উদ্দিন, ওয়াহেদপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. লোকমান হোসাইন, ইসলামী ছাত্রশিবির মিরসরাই উপজেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল নোমান, মিরসরাই পৌর শাখার সভাপতি মো. সাকিব হোসাইন, মিরসরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. নুরুল আলম, সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন এবং সাংবাদিক আনোয়ারুল হক নিজামী। সভায় মিরসরাইয়ের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর