গাজীপুরের টঙ্গীতে র্যাবের কাছ থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় বিএনপির দুই নেতাসহ ৩০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৩৩০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) র্যাব-১ এর ওয়ারেন্ট অফিসার সাইফুল ইসলাম বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় মামলাটি দায়ের করেন।
বিজ্ঞাপন
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ রাফিউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৮ সেপ্টেম্বর রাতে রাজধানী উত্তরা পশ্চিম থানার দুটি মামলায় পলাতক আসামি গাজীপুর মহানগর ৪৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক কবির ব্যাপারীকে টঙ্গী বউবাজার এলাকা থেকে গ্রেফতার করে র্যাব-১ এর সদস্যরা।
এসময় র্যাব সদস্যরা আসামিকে নিয়ে উত্তরায় যাওয়ার পথে রাত সোয়া ৮টার দিকে টঙ্গীর আনারকলি সড়কের মাথায় আসলে কবির ব্যাপারীর ভাই ৪৫ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক হালিম ব্যাপারী ও অপর ভাই একই ওয়ার্ড বিএনপির যুব বিষয়ক সম্পাদক সমির ব্যাপারীসহ অজ্ঞাতনামা ২৫০-৩০০ আসামি র্যাবের গাড়িতে হামলা করে কবির ব্যাপারীকে ছিনিয়ে নেয়। এই ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। ঘটনার পাঁচ দিন পর র্যাব-১ টঙ্গী পূর্ব থানায় মামলা দায়ের করেন।
বিজ্ঞাপন
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ রাফিউল করিম বলেন, আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় র্যাব-১ বাদী হয়ে একটি মামলা করেছে। মামলার আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
প্রতিনিধি/এসএস

