বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ঢাকা

রাঙ্গামাটিতে কাপ্তাই হ্রদে ডুবে ২ শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, রাঙামাটি
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৩ পিএম

শেয়ার করুন:

নিখোঁজের একদিন পর পুকুরে মিলল কলেজছাত্রের মরদেহ 

রাঙামাটির কাপ্তাই হ্রদে ডুবে স্টেলেনা চাকমা (০৪)  এবং নোবেল চাকমা (০৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে জেলা শহরের টিটিসি এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলের দিকে টিটিসি এলাকায় নিজ বাড়ির পাশে দুই শিশু খেলা করার সময় হ্রদের পানিতে ডুবে যায়। এরপর স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর হ্রদের পানি থেকে তাদের উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

রাঙ্গামাটি পৌরসভার প্যানেল মেয়র ও ৮নং ওয়ার্ড কাউন্সিলর কালায়ন চাকমা বিষয়টি নিশ্চিত করে জানান, টিটিসি রোড এলাকায় কাপ্তাই হ্রদের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক ঘটনাটি প্রত্যন্ত দুঃখজনক।

প্রতিনিধি/এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর