সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রংপুরে নতুন ডিসি মোহাম্মদ রবিউল ফয়সাল

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৮ পিএম

শেয়ার করুন:

রংপুরে নতুন ডিসি মোহাম্মদ রবিউল ফয়সাল

রংপুরে জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন বিসিএস ক্যাডারের ২৫তম ব্যাচের মোহাম্মদ রবিউল ফয়সাল। অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেওয়ার মাসপূর্তির একদিন পর ঢাকাসহ ২৫ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। সেই নিয়োগে তিনি নিয়োগ পেয়েছেন।

সোমবার (৯ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে উপসচিব হোসনা আফরোজ সাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 


বিজ্ঞাপন


এর আগে, মোহাম্মদ রবিউল ফয়সাল কৃষি মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে পরিকল্পনা-২ শাখায় কর্মরত ছিলেন। তাঁর বাড়ি রাজশাহী বলে জানা গেছে।
 
এ বিষয়ে মোহাম্মদ রবিউল ফয়সাল ঢাকা মেইলকে জানান, যোগদানের ব্যাপারে এখনও আদেশ হয়নি। হলেই যোগদান করা হবে।

প্রতিনিধি/এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর