সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হাতিয়ায় নদী ভাঙন রোধ ও ব্লক বাঁধের দাবিতে মানববন্ধন 

উপজেলা প্রতিনিধি, হাতিয়া (নোয়াখালী)
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৪ পিএম

শেয়ার করুন:

হাতিয়ায় নদীভাঙন রোধ ও ব্লক বাঁধের দাবিতে মানববন্ধন 

‘ভিটে মাটি রক্ষা চাই, হাতিয়াতে ব্লক চাই’, ‘শিক্ষা প্রতিষ্ঠান রক্ষা চাই, নদী ভাঙন রোধ চাই’, ‘দাবি মোদের একটাই, হাতিয়াতে ব্লক চাই’-এমন শ্লোগানে ছাত্র শিক্ষক ব্যবসায়ী সাধারণ জনতার সম্মিলিত নদী ভাঙন রোধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

আরও পড়ুন

রামেবির নার্সিং শিক্ষার্থীদের এবার ‘প্রতীকী ক্লাস ও বই পড়া’ কর্মসূচি

সোমবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে এগারোটায় স্থানীয় নলচিরা ঘাট এলাকায় অব্যাহত নদী ভাঙনের শিকার হাজার হাজার ভুক্তভোগী নারী পুরুষ এ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে।

IMG-20240909-WA0015

নদী ভাঙন কবলিত নলচিরা ঘাট এলাকায় আফাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আফাজিয়া উচ্চ বিদ্যালয়, আফাজিয়া জামে মসজিদ, নুরানী মাদরাসা ও আফাজিয়া বাজার বণিক সমিতিসহ এলাকার নারী-শিশুসহ সর্বস্তরের আমজনতা সকাল থেকে মানববন্ধনের এ কর্মসূচিতে সমবেত হতে থাকে।

thumbnail_IMG20240909111912


বিজ্ঞাপন


নদী ভাঙন রোধকল্পে সমবেত জনতা বিভিন্ন শ্লোগানে নদীর ঘাট মুখরিত করে তোলে। 

thumbnail_IMG20240909104121

এসময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা নদী ভাঙন রোধে ১৬ বছরের বিগত সরকারের অবহেলা কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ না করায় ক্ষোভ প্রকাশ করেন। অব্যাহত ভাঙনে আফাজিয়া বাজারসহ এখানে অবস্থিত ঐতিহ্যবাহী আফাজিয়া জামে মসজিদ-মাদরাসা, আফাজিয়া উচ্চ বিদ্যালয় ও সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ সরকারি বেসরকারি স্থাপনা সমূহ নদী গর্ভে বিলীনের দ্বারপ্রান্তে। পাশাপাশি টেকসই বেড়িবাঁধের অভাবে প্রতিনিয়ত অমাবশ্যা ও পূর্ণিমার জোয়ারে স্থানীয় গ্রাম সমূহের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে পড়ে। 

IMG-20240909-WA0010

উল্লেখ্য, হাতিয়া নদী ভাঙন রোধের জন্য ক্ষতিগ্রস্থ এলাকার পোল্ডাননং-৭৩/১(এ+বি) এবং পোল্ডার নম্বর ৭৩/২ এর পূণর্বাসন এবং মেঘনা নদীর (হাতিয়া চ্যানেল) প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়নে প্রায় ২ হাজার ১৩২ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের ধীর গতিতে ভাঙনের শিকার মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে। এ মানববন্ধনে অংশগ্রহণকারীরা উক্ত প্রকল্পের আশার বানী না শুনে এর দ্রুত বাস্তবায়ন দেখতে চায়।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর