সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঝিনাইদহে দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ 
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪২ পিএম

শেয়ার করুন:

ঝিনাইদহে দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

ঝিনাইদহের কালীগঞ্জ শহরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে রুহুল আমিন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। 

সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার শ্রীলক্ষ্মী সিনেমা হলের সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল শ্বশুর-জামাইয়ের 

নিহত রুহুল আমিন যশোর সদর উপজেলার পরানপুর গ্রামের আবু বক্কারের ছেলে। সে এসএস অফিস এনজিওর ঝিনাইদহ শাখায় ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকাল ১০টার দিকে মোটরসাইকেলে রুহুল আমিন ঝিনাইদহ থেকে যশোরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে শ্রীলক্ষ্মী সিনেমা হলের সামনে এলে সে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর পড়ে যান। এ সময় পিছন দিক থেকে আরেক মোটরসাইকেল এসে তার শরীরে আঘাত করে। এ সময় গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: শরীয়তপুরে দেয়াল চাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু 


বিজ্ঞাপন


কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শম্পা মোদক জানান, হাসপাতালে আনার আগেই রুহুল আমিনের মৃত্যু হয়েছে। নিহত রুহুল আমিন মাথায় মারাত্মকভাবে আঘাত পেয়েছেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর