কুমিল্লায় কাভার্ডভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার (৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে কুমিল্লা নগরীর আশ্রাফপুর ইয়াছিন মার্কেট ইপিজেড এলাকার ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
দুর্ঘটনার বিষয়টি ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) কবির আহমেদ।
নিহতের একজন হলেন— মো. মাসুম হোসেন (৩৫) এবং মো. হাসান মিয়া (৩৩)। নিহতদের মধ্যে মো. মাসুম হোসেন ইপিজেড ওয়েজিং বিডি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের টেক টেকনিশিয়ান এবং হাসান মিয়া ওই প্রতিষ্ঠানের মেটাল ব্রাঞ্চের ট্রেইনি ইঞ্জিনিয়ার পদে কর্মরত ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে কবির আহমেদ জানান, ইয়াছিন মার্কেট এলাকায় রাস্তা দিয়ে যাচ্ছিলেন দুই মোটরসাইকেল আরোহী। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যান ওই মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই এক আরোহীর মৃত্যু হয়। অপরজনকে কুমেক হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
প্রতিনিধি/এএস