বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ঢাকা

নোয়াখালীতে রাজমহল, মোহাম্মদিয়া ও টোকিওসহ চার রেস্টুরেন্টে জরিমানা

জেলা প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৭ পিএম

শেয়ার করুন:

নোয়াখালীতে রাজমহল, মোহাম্মদিয়া ও টোকিওসহ চার রেস্টুরেন্টে জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের অপরাধে নোয়াখালীতে ৪ খাবার হোটেল ও রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ৩৭ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে জেলার মাইজদীতে এ অভিযান পরিচালনা করা হয়।


বিজ্ঞাপন


ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নোয়াখালীর সহকারী পরিচালক কাউছার মিঞাঁ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, জেলার বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও তা গ্রাহকদের মাঝে সরবরাহের অভিযোগ দীর্ঘদিনের। এছাড়া হোটেল-রেস্টুরেন্টে পঁচা-বাসি খাবার বিক্রি হচ্ছে অহরহ।

thumbnail_IMG-20240908-WA0034

রোববার বিকেলে বিভিন্ন অনিয়মের অভিযোগে জেলার প্রধান শহর মাইজদীতে রাজমহল হোটেল, মোহাম্মদিয়া হোটেল, মোঘল দরবার, টোকিও হোটেল ও কাবাবে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এসময় নানা অনিয়ম প্রমাণিত হওয়ায় ৪ প্রতিষ্ঠানকে ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়।


বিজ্ঞাপন


ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নোয়াখালীর সহকারী পরিচালক কাউছার মিঞাঁ জানান, জরিমানা করা প্রতিষ্ঠানগুলোকে ভোক্তাদের অভিযোগ বক্স রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে। ভোক্তাদের স্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় দুই ভুয়া সাংবাদিক আটক

অভিযান চলাকালীন আনসার ব্যাটালিয়নেরর একটি দল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের একটি দল উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর