‘বহু ভাষায় শিক্ষার প্রসার: পারস্পরিক সমঝোতা ও শান্তির জন্য স্বাক্ষরতা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো দিনাজপুরের বোচাগঞ্জে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে।
রোববার (৮ সেপ্টেম্বর) সকালে দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলার গুড নেইবারস বাংলাদেশ বোচাগঞ্জ সিডিপির আয়োজনে ও বোচাগঞ্জ সিডিপির মিটিং হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়। পরে আলোচনা সভা শেষে র্যালি হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: কালাইয়ে একটি মাদরাসার ৫ ছাত্রী নিখোঁজ
গুড নেইবারস বাংলাদেশ বোচাগঞ্জ সিডিপির প্রকল্প ব্যবস্থাপক খায়রুল বাসারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার খুরশিদা ফেরদৌসি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন - সেতাবগঞ্জ সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও সিডিসি সভাপতি বিশ্ব নাথ রায়, গুড নেইবারস বাংলাদেশ বোচাগঞ্জ সিডিপির প্রোগ্রাম অফিসার আরমান ইসলাম, প্রোগ্রাম ইর্ন্টান ফিরোজ আলম, সেতাবগঞ্জ কৃষি সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সাবিনা ইয়াসমিন প্রমুখ।
আরও পড়ুন: বউয়ের চেইন বিক্রি করে চিকিৎসা চালাচ্ছেন আন্দোলনে গুলিবিদ্ধ আরিফ
বিজ্ঞাপন
আলোচনা সভায় বক্তরা বলেন, দক্ষতা ও প্রযুক্তি নির্ভর এ বিশ্বে দেখা যায় - যে জাতি যত শিক্ষিত, সে জাতি তত উন্নত ও ক্ষমতাবান। স্বাক্ষরতাই শিক্ষার প্রথম সোপান, স্বাক্ষরতা অর্জনের মাধ্যমে মানুষের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি পায়, মানুষ সচেতন হয়, স্বনির্ভর হয়, জন্মহার কমে, স্বাস্থ্য সূচকের উন্নয়ন ঘটে। গড় আয়ু বৃদ্ধি পায় এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটে। এ কারণে নিরক্ষরতার হার কমিয়ে আনতে সবার সহযোগিতা কামনা করা হয়।
প্রতিনিধি/ এমইউ

