বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ঢাকা

নাটোরে সাবেক এমপি শিমুলসহ ৪৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৮ এএম

শেয়ার করুন:

নাটোরে সাবেক এমপি শিমুলসহ ৪৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

নাটোরের নলডাঙ্গা উপজেলায় জহুরুল ইসলাম নামে সৌদি প্রবাসীকে গাছের সঙ্গে বেঁধে মারপিট করে ৫ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগে নাটোর-২ (নাটোর সদর-নলডাঙ্গা) আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলসহ ৪৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাত ৭টার দিকে ভুক্তভোগী জহুরুল ইসলাম বাদী হয়ে নলডাঙ্গা থানায় এ মামলা দায়ের করেন।


বিজ্ঞাপন


নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনোয়ারুজ্জামান ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১৮ জুন সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের নির্দেশে নলডাঙ্গা উপজেলার বামন গ্রামের সৌদি প্রবাসী জহুরুল ইসলামকে তার বাড়ি থেকে তৌহিদুর রহমান লিটনসহ আসামিরা অপহরণ করে। এরপর তাকে বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের পেছনে একটি গাছের সঙ্গে বেঁধে মারপিট করে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। পরে সৌদি প্রবাসীর বাবা ১ লাখ টাকা চাঁদা দিয়ে বাকী ৪ লাখ টাকা রেখে ছেড়ে দেওয়া হয়। পরে বাকি ৪ লাখ টাকা চাঁদা না দেওয়ায় বাসুদেবপুর বাজারে প্রবাসীর বাবা বাতেনকে পিটিয়ে আহত করে আসামিরা।

 


বিজ্ঞাপন


ওসি মো. মোনোয়ারুজ্জামান বলেন, এ ঘটনায় ভূক্তভোগি সৌদি প্রবাসী জহুরুল ইসলাম শুক্রবার সন্ধ্যায় থানায় একটি মামলা দায়ের করেছেন। এরপর পুলিশ তদন্তে নেমেছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর