মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

সেতুতে ট্রলারের ধাক্কা লেগে শরীর থেকে চালকের মাথা বিছিন্ন

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৩ পিএম

শেয়ার করুন:

সেতুতে ট্রলারের ধাক্কা লেগে শরীর থেকে চালকের মাথা বিছিন্ন

পিরাজপুরের নাজিরপুরে সেতুতে ধাক্কা লেগে মো. মিলন হাওলাদার (৩০) নামের এক বালুর ট্রলারের চালকের মৃত হয়েছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের কুমারখারী বাজার সংলগ্ন বলেশ্বর নদের সেতুতে ঘটনাটি ঘটেছে।


বিজ্ঞাপন


নিহত মিলন জেলার নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের উরিবুনিয়া গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে।

আরও পড়ুন

গরুকে গোসল করাতে গিয়ে পানিতে ডুবে যুবক নিখোঁজ

স্থানীয়রা জানান, ওই দিন বিকেল পৌনে ৩টার দিকে বালুর ওই ট্রলারটি বালু দিয়ে ফেরার পথে ওই সেতুতে ধাক্কা লেগে চালক নিচে পাড়ে যান। ধাক্কায় চালকের মাথায় আঘাত লেগে শরীর থেকে মাথা বিছিন্ন হয়ে যান। এতে ঘটনা স্থালেই তার মৃত্যু হয়।  এসময় ট্রলারে থাকা নাজিরপুরের দেউলবাড়ী দোবড়া ইউনিয়নের পূর্ব গাওখালী গ্রামের সুমন সরকারের ছেলে সজল সরকার (২৮) আহত হন।

নাজিরপুর থানার ওসি মো. শাহ আলম হাওলাদার বলেন, খবর শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসেএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর