মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণে দগ্ধ ১২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৯ পিএম

শেয়ার করুন:

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণে দগ্ধ ১২
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে পুরনো জাহাজ ভাঙার একটি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন দগ্ধ হয়েছেন। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। 

শনিবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সোনাইছড়ি শিপইয়ার্ডে এসএন করপোরেশন নামের একটি কারখানায় পুরনো জাহাজ কাটার সময় সেটির পাম্প রুমে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে এর কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।


বিজ্ঞাপন


চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিটের প্রধান ডা. রফিক উদ্দিন আহমেদ জানান, সেখানে দগ্ধ ১২ জন ভর্তি আছেন। তাদের মধ্যে কয়েকজন আশঙ্কাজনক। কারও কারও ৯০ শতাংশ পুড়ে গেছে।

আহতরা সবাই শ্রমিক বলে জানা গেছে। তারা হলেন- আহাম্মদ উল্লাহ, মোহাম্মদ আল-আমিন, মোহাম্মদ বরকত, হাবিল আহমেদ, মোহাম্মদ নিয়ামুল হক, আনোয়ার হোসেন, আবুল কাশেম, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ খাইরুল, মোহাম্মদ সাগর, মোহাম্মদ রফিক ও মোহাম্মদ সাইফুল।

এদিকে বিস্ফোরণের পর জাহাজটিতে আগুন ধরে যায়। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কুমিরা স্টেশনের দুটি ইউনিট কাজ করছে বলে জানা গেছে।

জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর