মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

ইনকিলাব মঞ্চের আয়োজনে বশেমুরবিপ্রবিতে কাওয়ালি আসর  

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, বশেমুরবিপ্রবি 
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৩ পিএম

শেয়ার করুন:

ইনকিলাব মঞ্চের আয়োজনে বশেমুরবিপ্রবিতে কাওয়ালি আসর  

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ( বশেমুরবিপ্রবি) ইনকিলাব মঞ্চের আয়োজনে অনুষ্ঠিত হয় কাওয়ালি গানের আসর।  

শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত ইনকিলাব মঞ্চে কাওয়ালি গানের অনুষ্ঠানটি আয়োজিত হয়েছে। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: সীমান্তে স্বর্ণা রানি হত্যার প্রতিবাদে শাবিপ্রবিতে বিক্ষোভ

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - প্রক্টর ড. মো. কামরুজ্জামান এবং শিক্ষক সমিতির সভাপতি মো. ফাইকুজ্জামান মিয়া। 

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. কামরুজ্জামান বলেন, "আন্দোলন করে শিক্ষার্থীরা যা নিয়ে এসেছে তার ধারাবাহিকতায় আজকের যে অনুষ্ঠান, তা আমার কাছে ভালোই লেগেছে।"

আরও পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্লাস চালু রোববার


বিজ্ঞাপন


এ বিষয়ে ইনকিলাব মঞ্চের সদস্য ওবায়দুল ইসলাম বলেন, আমাদের শহীদের স্মরণে এবং সুস্থ সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার জন্য এই আয়োজন। ভবিষ্যতে আমাদের আরও সাংস্কৃতিক আয়োজন থাকবে। সবাইকে অংশগ্রহণের জন্য ধন্যবাদ। ভবিষ্যতে যেকোনো আয়োজনে এভাবে আমাদেরকে সহযোগিতা করবেন বলে আশা করছি।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর