টাঙ্গাইলের নাগরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একসঙ্গে চাচা ও ভাতিজাকে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। এ সময় খুনীও গণপিটুনিতে নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ধুবরিয়া পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: সীমান্তে স্বর্ণা রানি হত্যার প্রতিবাদে শাবিপ্রবিতে বিক্ষোভ
এ ঘটনায় নিহতরা হচ্ছেন - উপজেলার ধুবুরিয়া এলাকার মৃত ফজল শেখের ছেলে আব্দুস ছাত্তার (৫৫) এবং মৃত মুকুল মিয়ার ছেলে আসাদুল (২৮)। তারা সম্পর্কে আপন চাচা-ভাতিজা।
গণপিটুনিতে নিহত তালেব মিয়া (৩৫) একই এলাকার বশির উদ্দিন মিয়ার ছেলে।
আরও পড়ুন: নৌপথে ইতালি যাওয়ার সময় মাদারীপুরের ৩ যুবকের মৃত্যু
বিজ্ঞাপন
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্তারের সঙ্গে তালেব মিয়ার কথা কাটাকাটি হয়। তালেব এলাকায় মাদকসেবী হিসেবে পরিচিত। একপর্যায়ে তালেব ধারালো অস্ত্র দিয়ে ছাত্তারকে এলোপাতাড়ি কোপাতে থাকে।
এ সময় তার চিৎকারে ভাতিজা আসাদুল এগিয়ে এলে তাকেও কোপায় তালেব। পরে গুরুতর অবস্থায় তাদের নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।
তাদের মারা যাওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা তালেবকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। চাচা-ভাতিজার লাশ হাসপাতালে এবং তালেবের লাশ ঘটনাস্থলে রয়েছে।
প্রতিনিধি/ এমইউ