বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

নারীর গোসলের ভিডিও ধারণের অভিযোগে ২ টিকটকার আটক

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৯ পিএম

শেয়ার করুন:

নারীর গোসলের ভিডিও ধারণের অভিযোগে ২ টিকটকার আটক

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় এক গৃহবধূর (২২) গোসলের দৃশ্য মোবাইলফোনে গোপনে ভিডিও করার অভিযোগে দুই টিকটকারকে আটক করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় নেত্রকোনা অস্থায়ী সেনা ক্যাম্পের মেজর জিসানুল হায়দারের নির্দেশে সেনা সদস্যরা অভিযান চালিয়ে দুজনকে আটক করেন।

আটক ব্যক্তিরা হলেন, উপজেলার মেঘশিমুল মধ্যপাড়া গ্রামের  উজ্জ্বল খান ও দ্বীন ইসলাম। 


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে আটক দুই টিকটকার ও জব্দকৃত মোবাইলফোন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ওই দুইজন টিকটকার বলে জানিয়েছে সেনাবাহিনী।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, উজ্জ্বল খান গত বুধবার বিকেলে গোপনে গ্রামের এক নারীর গোসলের আপত্তিকর ভিডিও ধারণ করছিল। বিষয়টি ওই নারী বুঝতে পেরে চিৎকার দেয়। তখন আশেপাশের লোকজন এসে উজ্জলকে আটক করে।  ততক্ষণে উজ্জ্বল তার মোবাইলেফোনে ধারণ করা গোসলের ভিডিও ডিলিট করে দেয়। কিন্তু মোবাইল চেক করতে গিয়ে পূর্বের ধারণ করা গোসলের আপত্তিকর ভিডিও দেখতে পায় । পরে মোবাইলফোন রেখে জিজ্ঞাসাবাদ করে তাকে ছেড়ে দেওেয়া হয়। 

এ বিষয়ে পরে সেনাবাহিনীর ক্যাম্পে অভিযোগ জানায় ভুক্তভোগীর পরিবার।

অভিযোগ পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে উজ্জলকে আটক করে।  জিজ্ঞাসাবাদে দীন ইসলাম নামে আরও একজন জড়িত বলে জানায় উজ্জ্বল। পরে দীন ইসলামকেও অভিযান চালিয়ে আটক করা হয়।


বিজ্ঞাপন


ssyy

পূর্বধলা থানার ওসি তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ভুক্তভোগী নারীর পরিবারের পক্ষ থেকে ওই দুইজনের বিরুদ্ধে পর্ণোগ্রাফি আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর