রোববার, ২০ এপ্রিল, ২০২৫, ঢাকা

টাঙ্গাইলে কবরস্থান থেকে ৮টি কঙ্কাল চুরি

ঢাকা মেইল ডেস্ক, টাঙ্গাইল
প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৪ পিএম

শেয়ার করুন:

loading/img

টাঙ্গাইলের মির্জাপুরে একটি কবরস্থান থেকে ৮টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) উপজেলার জামুর্কি ইউনিয়নের জামুর্কি গ্রামের সামাজিক কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


স্থানীয় সজিব মিয়া জানান, গত কয়েকদিন আগে আমাদের কবরস্থানের কবর খুড়ার চিহ্ন দেখতে পাওয়া যায়। আমরা গ্রামবাসীরা কবর খুঁড়ে কঙ্কাল চুরির বিষয়টি নিশ্চিত হই। 

কবরস্থানের সভাপতি আব্দুল মালেক জানান, কঙ্কাল চুরির বিষয়টি কবর খুঁড়ে নিশ্চিত হয়েছি। এখন থেকে কবরস্থানের পাহারাদারের ব্যবস্থা করা হবে। চোরদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি আহবান জানান তিনি।

প্রতিনিধি/এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর