মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ঢাকা

আড়াই হাজার টাকার জন্য রিকশাচালককে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৮ পিএম

শেয়ার করুন:

loading/img

চাঁপাইনবাবগঞ্জে মাত্র ২ হাজার ৫০০ টাকার জন্য বাদল আলী (৫৪) নামে এক রিকশা চালককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

নিহত বাদল আলী সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের চামাগ্রামের মৃত মঞ্জুর আলীর ছেলে।


বিজ্ঞাপন


বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের যাদুপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

thumbnail_IMG_20240904_202853

বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার পরিদশর্ক (তদন্ত) এসএম নুরুল কাদির সৈকত। নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, প্রায় মাসখানেক আগে বাদলের ১২ বছরের শিশু সন্তান একই এলাকার মাইনুদ্দিনের বাড়িতে রাজমিস্ত্রির শ্রমিকের কাজ করে। কিন্তু তখন কাজের টাকা না দিলে তার বাবা রিকশাচালক বাদল আলী বুধবার ছেলের কাজের পাওনা ২ হাজার ৫০০ টাকা চাইতে গেলে তাকে বাড়ির ভেতরে নিয়ে পিটিয়ে  গুরতর আহত করেন।


বিজ্ঞাপন


পরে স্থানীয়রা মারামারি ছুটিয়ে মো. বাদল আলীকে পাঠিয়ে দেন। বাদল আলী বাড়ি যাওয়ার সময় পথে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেন।

আরও পড়ুন

মাত্র দুই সপ্তাহের সংসারে নিভে গেল নববধূর প্রাণ

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ এস. এম জাকারিয়া জানান, পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে, ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। ময়নাতদন্তের পর বলা সম্ভব হবে প্রকৃত মৃত্যুর কারণ।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর