বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সুনামগঞ্জে নদীতে মিললো যুবকের গলিত লাশ

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩২ পিএম

শেয়ার করুন:

গাইবান্ধায় দুই সিএনজির সংঘর্ষ, চালক নিহত

সুনামগঞ্জের জগন্নাথপুরে নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


বিজ্ঞাপন


এর আগে, মঙ্গলবার রাতে উপজেলার কলকলিয়া ইউনিয়নের কামারখালি নদীর চন্ডিঢর খেয়াঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় গলিত এ মরদেহ উদ্ধার করে পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, ওই ব্যক্তির বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ হবে। মুখ ও মাথায় কোনো মাংস নেই। এছাড়া শরীরের বিভিন্ন অংশের মাংস পচে গলে গেছে। ফলে প্রাথমিকভাবে চেনার কোনো উপায় নেই। বুধবার দুপুরে সিলেট পিবিআই থেকে আসা একদল বিশেষজ্ঞ প্রতিনিধিদের মাধ্যমে পরিচয় শনাক্তে বিভিন্ন আলামত সংগ্রহ শেষে লাশটি মর্গে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর