মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জিল্লুল হাকিমের কেয়ারটেকার শত কোটি টাকার মালিক, বিচারের দাবি এলাকাবাসী

জেলা প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৪ পিএম

শেয়ার করুন:

জিল্লুল হাকিমের কেয়ারটেকার শত কোটি টাকার মালিক, বিচারের দাবি এলাকাবাসী

রাজবাড়ীর কালুখালীর চাঁদপুর বাসস্ট্যান্ডে যাত্রী ছাউনি ভাঙচুরকারী রেলমন্ত্রী জিল্লুল হাকিমের বাড়ির কেয়ারটেকার শত কোটি টাকার মালিক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মজনুর শাস্তি ও নতুন যাত্রী ছাউনি নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

রোববার (১ সেপ্টেম্বর) বিকেলে কালুখালীর চাঁদপুর বাসস্ট্যান্ডে এলাকার সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


স্থানীয় হাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন- শহিদ, ওহিদ, আলম হোসেন, রেজা মন্ডল আলমসহ এলাকাবাসী ও ব্যবসায়ীরা।

আরও পড়ুন

বিএনপি কার্যালয় ভাঙচুর, ৪০০০ নেতাকর্মীর নামে মামলা

বক্তারা বলেন, মিজানুর রহমান মজনুর বাবার তেমন কোনো সম্পদ ছিল না। সামান্য মেম্বার ছিলেন। সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের বাড়ির কাজের লোকের মতো থাকতেন মজনু। মন্ত্রীর ছেলে মিতুল হাকিমের ক্যাডার বাহিনীর মাধ্যমে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে সে। পরে তাকে জেলা পরিষদ সদস্য ও মদাপুর ইউনিয়নের চেয়ারম্যান বানায় জিল্লুল হাকিম। চাঁদপুর বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনি ভেঙে পেছনের জমির মালিক হাজী শহিদুল ইসলামকে ধরে নিয়ে আটকে রেখে ক্রসফায়ারের হুমকি দিয়ে তার কাছ থেকে ১০ লাখ টাকা আদায় করাসহ জমি দখল করে আলিশান মার্কেট নির্মাণ করেছে। মার্কেট নির্মাণের স্বার্থেই ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি রাতের অন্ধকারে দৌলতদিয়া-কুষ্টিয়া মহাসড়কের চাঁদপুর এ যাত্রী ছাউনি ভাঙা হয়। এ ঘটনায় মামলা হলেও ক্ষমতার দাপটে মজনু বেঁচে যায়। আমরা দ্রুত যাত্রী ছাউনি নির্মাণসহ মিজানুর রহমান মজনুর শাস্তির দাবি জানাচ্ছি।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর