শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশায় ধাক্কা, আনসার সদস্য নিহত

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৪ পিএম

শেয়ার করুন:

loading/img

পঞ্চগড়ের আটোয়ারীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশার ধাক্কায় মো. শাকিব (২২) নামে এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে।

রোববার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার পল্লীবিদ্যুৎ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো. মুসা মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

নিহত শাকিব আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের বামনদিঘি এলাকার শহিদুল ইসলামের ছেলে।

আরও পড়ুন

জামালপুরে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

পুলিশ ও স্থানীয়রা জানায়, শাকিব তার বাড়ি বামনদিঘি থেকে ফকিরগঞ্জ বাজারের দিকে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। তিনি রাস্তায় দ্রুত গতিতে মোটরসাইকেল চালানোর একপর্যায়ে পল্লিবিদ্যুৎ মোড়ে এসে পৌঁছালে হঠাৎই সামনে অটোরিকশা দেখে গতি নিয়ন্ত্রণে না আনতে পেরে পাকা রাস্তার ওপরে পড়ে যান এবং অটোরিকশার সঙ্গে ধাক্কা খায়। পরবর্তীতে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে দ্রুত আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক মনে হলে কর্তব্যরত চিকিৎসক ঠাকুরগাঁও সদর হাসপাতালে রেফার করেন৷ ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।


বিজ্ঞাপন


আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো. মুসা মিয়া জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে তাকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মারা যায় ৷ এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে বলে তিনি জানান।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন