বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

ওড়না উড়িয়ে ট্রেন থামাল নারীরা, রক্ষা পেল হাজারো যাত্রী

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৪, ০৯:০২ পিএম

শেয়ার করুন:

loading/img

নাটোরের লালপুরে ভাঙা রেললাইন দেখে লাল ওড়নার পতাকা উড়িয়ে একটি ট্রেন থামিয়ে দিয়েছেন স্থানীয় নারীরা। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে হাজার যাত্রী।

শনিবার (৩১ অগাস্ট) সকাল ৯টার দিকে লালপুর উপজেলার বিষ্ণুপুর এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


রেলওয়ে সূত্রে জানা গেছে, শনিবার সকালে উপজেলার আজিমনগর রেলওয়ে স্টেশন থেকে একটি কমিউটার ট্রেন ছেড়ে যায়। এসময় বিষ্ণুপুর এলাকায় রেললাইনের সংযোগস্থলে ভাঙা দেখতে পেয়ে সেখানে লাল রঙের ওড়না উড়িয়ে দেন স্থানীয় নারীরা। লাল পতাকা উড়তে দেখে ট্রেনের চালক ট্রেনটি থামিয়ে দেন। ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান ট্রেনসহ যাত্রীরা।

আরও পড়ুন

জামালপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪০

আজিমনগর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার কামরুল হাসান বলেন, খবর পেয়েই রেল কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে  ঘটনাস্থলে উপস্থিত হয়ে ত্রুটিপূর্ণ জায়গাটি মেরামত করে। মেরামত শেষে স্বাভাবিকভাবে ট্রেন চলাচল করছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর