বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, মানিকগঞ্জ জেলার বিএনপির সভাপতি আফরোজা খানম রিতা বলেছেন, হাসপাতালকে কোনো দলীয়করণ করা যাবে না, বিগত সময়ে অনেক দলীয়করণ হয়েছে। সে কারণে রোগীরা চিকিৎসা নিতে এসে অনেক ভোগান্তিতে পড়েছেন। হাসপাতাল দলীয়করণের ঊর্ধ্বে থাকতে হবে।
শনিবার (৩১ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার হিজুলী এলাকায় ৫০ শয্যা ডায়াবেটিস হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এর পরে তিনি জেলার ২৫০ শয্যা ও কর্ণেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের রোগীদের চিকিৎসা সেবার খোঁজ খবর নেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
দুর্যোগ শেষ না হওয়া পর্যন্ত মানুষের পাশে থাকবে বিএনপি: আব্দুল আউয়াল
এসময় তিনি ডাক্তারদের উদ্দেশে বলেন, আপনারা যারা ডাক্তার আছেন, তাদেরও দায়িত্ব আছে। শুধু নেতাকর্মীদের ওপর দায়িত্ব ছেড়ে দিলে হবে না। আপনারা কোনো দল বা গ্রুপিংয়ের মধ্যে যাবেন না। আপনারা সেবা দিতে আসছেন, মানুষকে সেবা প্রদান করেন। আপনাদের এই সেবা মানিকগঞ্জে একটি মডেল হয়ে থাকবে এবং অন্য জেলাও যেন আপনাদের অনুসরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল বাতেন, অ্যাডভোকেট আজাদ হোসেন খান, দফতর সম্পাদক আরিফ হোসেন লিটন, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহমেদ যাদু, জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি ডা. জিয়াউর রহমানসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
প্রতিনিধি/এসএস

