কুষ্টিয়ার খোকসায় পথের পাশের গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে শিশু ইয়ানুর নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ মে) সকাল ৯টার দিকে কুষ্টিয়ার খোকসা উপজেলার শোমসপুর ইউনিয়ন চকহরিপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
শিশু ইয়ানুর উপজেলার শোমসপুর ইউনিয়ন চকহরিপুর গ্রামের সোহাগ মোল্লার ছেলে।
স্থানীয় এলাকাবাসীর বরাত দিয়ে ওসি জানান, মঙ্গলবার (২৪ মে) সকাল ৯টার দিকে প্রতিবেশীদের ছেলেমেয়েদের সঙ্গে খেলা করছিল। এ সময় বাড়ির পাশের গর্তে জমা বৃষ্টির পানিতে শিশুর ইয়ার আলী মুখথুবরে পড়ে যায়। পরে কিছুক্ষণ পর বিষয়টি শিশু ইয়ানুরের স্বজনদের চোখে পড়লে তাকে উদ্ধার করে। এরপর খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
বিজ্ঞাপন
টিবি