বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ঢাকা

মাগুরায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ১  

জেলা প্রতিনিধি, মাগুরা
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৪, ০৮:২৬ এএম

শেয়ার করুন:

মাগুরায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ১  

মাগুরা সদর উপজেলার ঢেফুলিয়া বাজার এলাকায় বিএনপির দু’পক্ষের আধিপত্য বিস্তার নিয়ে হওয়া সংঘর্ষে রিয়াজ আলী মোল্ল্যা (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: হবিগঞ্জে টানা ২ দিনের সংঘর্ষে আহত ৩০০ 

নিহত রিয়াজ আলী মোল্ল্যা ঢেফুলিয়া গ্রামের মৃত তোরাব আলী মোল্ল্যার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সকাল সাড়ে ৮টায় সদরের ঢেফুলিয়া বাজার এলাকায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের মধ্যে সংঘাত বাঁধে। 

আরও পড়ুন: সাদুল্লাপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ 


বিজ্ঞাপন


এ সময় প্রতিপক্ষের হামলায় রিয়াজ আলী মোল্ল্যা গুরুতর আহত হন। আহত অবস্থায় প্রথমে তাকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে এলে তার শারীরিক অবস্থার অবনতি হয়। তখন তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেহেদি হাসান বলেন, বুধবার সকালে সদরের ঢেফুলিয়া বাজার এলাকায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রিয়াজ আলী মোল্ল্যা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর