শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৪, ০৫:২৪ পিএম

শেয়ার করুন:

loading/img

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আবদুল করিম নামে নবম শ্রেণির শিক্ষার্থীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে উপজেলার দাদনচক এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


বিজ্ঞাপন


এর আগে সোমবার রাতে এ ঘটনা ঘটে। নিহত কিশোর উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামের আবদুস সাত্তারের ছেলে ও হুমায়ুন রেজা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

স্থানীয় ও পরিবারের সদস্যরা জানায়, আবদুল করিম সোমবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। সকালে এলাকাবাসী সড়কের পাশে মরদেহ দেখতে পেলে পুলিশে খবর দেয়।

আরও পড়ুন

পেকুয়ায় ছুরিকাঘাতে শ্রমিকদল নেতা নিহত

এদিকে নারী ঘটিত বিষয়ে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা নিহতের বড় ভাই শহিদুল ইসলামের।


বিজ্ঞাপন


শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার শরীরের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের মা কারিমা বেগম বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর