বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

রাঙামাটিতে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

জেলা প্রতিনিধি, রাঙামাটি
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৪, ০৭:১৩ পিএম

শেয়ার করুন:

loading/img

রাঙামাটির লংগদু উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোনালী তালুকদার (৫৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার আটারকছড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বামে আটারকছড়া গ্রামে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্র জানায়, সোনালী তালুকদার বামে আটারকছড়া গ্রামের যুবেদ কান্তি চাকমার স্ত্রী। তিনি সকালে নিজ বাড়িতে ফ্রিজের তারে অসাবধানতাবশত স্পৃষ্টে বিদ্যুতায়িত হন। পরে পরিবারের অন্য সদস্যরা এসে ঘরের বিদ্যুৎ সংযোগ বন্ধ করেন। ওই নারীকে উপজেলার ইবনে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে আসা হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

টানা বৃষ্টিতে মহেশখালীর নিম্নাঞ্চল প্লাবিত

আটারকছড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান অজয় চাকমা মিত্র বলেন, ফ্রিজে দীর্ঘদিন পানি জমে থাকায় অকেজ হয়ে পড়েছে বলে তিনি পানি পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। পরে এলাকার মানুষ ও আত্মীয়রা হাসপাতালে নেয়ার পথেই মৃত্যুবরণ করেন। তবে এলাকায় বিদ্যুৎ সংযোগ সরবরাহ স্বাভাবিক রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ। তিনি বলেন, নিজ ঘরেই বিদ্যুতায়িত হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর