শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ঢাকা

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৪, ১১:০২ পিএম

শেয়ার করুন:

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে মামলা

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় প্রদান ও জাল রায় তৈরির অভিযোগে এ মামলা দায়ের করা হয়েছে।


বিজ্ঞাপন


রোববার (২৫ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো. আব্দুল বারী ভূইয়া বাদী হয়ে ফতুল্লা থানায় এ মামলা দায়ের করেছেন।

আরও পড়ুন

স্বামী হত্যার বিচার চেয়ে স্ত্রীর মামলা: আসামি শেখ হাসিনাসহ ১৮০ জন

এ ব্যাপারে ফতুল্লা থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) নূরে আযম  জানান, অ্যাড. আব্দুল বারী ভূইয়া বাদী হয়ে দুপুরে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার আসামি হলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। মামলায় তার বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় প্রদান ও জাল রায় তৈরির অভিযোগ করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর