রাঙামাটির লংগদু উপজেলায় নৌকা ডুবে নবী শেখ (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (২৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে কাপ্তাই হ্রদে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, নবী শেখ উপজেলার বগাচত্বর ইউনিয়নের ঠেকাপাড়া এলাকার বাসিন্দা।
বিজ্ঞাপন
স্থানীয় লোকজন জানায়, উপজেলার মাইনীমুখ বাজার থেকে নৌকাযোগে নিজ বাসায় যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি নৌকার ঢেউয়ে কাপ্তাই হ্রদে নৌকাটি উল্টে যায়। এসময় নৌকা উল্টে নবী শেখ পানিতে ডুবে যান। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু
লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. বেলাল হোসেন জানান, দুপুরে পানিতে ডুবে যাওয়া এক বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয় কয়েকজন। হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মৃত্যুবরণ করেন।
বিজ্ঞাপন
লংগদু থানার ওসি হারুনুর রশিদ জানান, খবর পেয়ে পুলিশের একটি দল হাসপাতালে যায় এবং বর্তমানে লাশটি লংগদু থানা পুলিশ হেফাজতে রয়েছে। স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিনিধি/এসএস