মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ঢাকা

মানিকগঞ্জে আ.লীগ নেতার রহস্যজনক মৃত্যু

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশিত: ২২ আগস্ট ২০২৪, ০৬:৫৭ পিএম

শেয়ার করুন:

loading/img

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার শায়েস্তা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ আল-মামুন টিপুর (৫৫) রহস্যজনক মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে ওই ইউনিয়নের শাহরাইল মুন্সিপাড়া এলাকার নিজ বাড়ির পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক।

আরও পড়ুন

পুকুর পাড়ে মিলল কৃষকের মরদেহ

শায়েস্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম জানান, আবু সাঈদ আল মামুন টিপুর পরিবারের সবাই ঢাকায় থাকেন। তিনি বাড়িতে একাই থাকতেন। বুধবার রাতে এলাকার লোকজন তাকে শাহরাইল বাজারে দেখেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশের পুকুরে তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান।

সিংগাইর থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক বলেন, লাশটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। তার শরীরের কোনো আঘাতে চিহ্ন নেই। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন