শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ঢাকা

বগুড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শ্রমিকের লাশ দাফন

জেলা প্রতিনিধি, বগুড়া
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৪, ০১:৩৯ পিএম

শেয়ার করুন:

বগুড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শ্রমিকের লাশ দাফন

বগুড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়ে মারা যাওয়া নির্মাণ শ্রমিক জাবেদের (৩৫) লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) বগুড়া শহরের ভাইপাগলা মাজার গোরস্থানে আঞ্জুমান- ই- মফিদুল ইসলাম-এর মাধ্যমে এ লাশটি দাফন করা হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: গুলিতে নিহত কাউছারের স্মরণে লক্ষ্মীপুরে শোক মিছিল 

শনিবার (১৭ আগস্ট) এ বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার উপ-পরিদর্শক ( এসআই) ফজলুর রহমান।

তিনি জানান, ৫ আগস্ট থেকে জাবেদের লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ছিল। ফিঙ্গার প্রিন্ট এবং স্থানীয় লোকজনের সহযোগিতা নিয়েও তার পরিচয় উদঘাটন করা যায়নি। নিহতের মাথায়, ডান গালে এবং দু’পায়ে জখমের চিহ্ন ছিল।

আরও পড়ুন: বৈষম্যবিরোধী আন্দোলনে চুরমার মায়ের স্বপ্ন 


বিজ্ঞাপন


বগুড়া জেলা সম্মিলিত শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সদস্য সচিব লিটন শেখ বাঘা বলেন, নির্মাণ শ্রমিক হিসেবে পরিচয়পত্রে জাবেদের ঠিকানা বগুড়া শহরের বেজোড়া লেখা ছিল। সে অনুযায়ী বেজোড়া এলাকায় খোঁজ করেও কেউ তার পরিচয় নিশ্চিত করতে পারেননি। 

এর আগে ৪ আগস্ট শহরের সাতমাথায় ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়েছিল জাবেদ। সে সময় আন্দোলনে অংশ নিয়ে মারা যাওয়ার পর তাকে চিনতে না পারায় পুলিশ তার মরদেহ দাফনের জন্য আঞ্জুমান-ই- মফিদুল ইসলামকে দিয়ে দেন। পরে ভাইপাগলা মাজার গোরস্থানে লাশ দাফন করা হয়েছে। 

প্রতিনিধি/ এমইউ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর