বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ছাত্রজনতার আন্দোলনে গণহত্যায় জড়িতদের বিচার চায় বিএনপি

জেলা প্রতিনিধি, বরিশাল 
প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৪, ০৭:১১ পিএম

শেয়ার করুন:

ছাত্রজনতার আন্দোলনে গণহত্যায় জড়িতদের বিচার চায় বিএনপি

ছাত্রজনতার আন্দোলনে গণহত্যায় জড়িতদের বিচার চেয়ে দিনব্যাপী অবস্থান কর্মসূচি করেছে দক্ষিণ জেলা ও নগর বিএনপি। 

বুধবার (১৪ আগস্ট) সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে পৃথক এ কর্মসূচি হয়। সকালে নগর বিএনপি আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন ও সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদারসহ নেতাকর্মীরা অংশ নেন। একই সময়ে পৃথকভাবে অবস্থান কর্মসূচিতে অংশ নেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান ও সদস্য সচিব আবুল কালাম শাহিনসহ নেতাকর্মীরা।


বিজ্ঞাপন


দুই কর্মসূচির বক্তারা প্রায় একই সুরে বলেন, আন্দোলনে গণহত্যা চালিয়েছে শেখ হাসিনাসহ তার সরকার। তাই এ গণহত্যায় জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। 

এছাড়া দেশে শান্তি রক্ষায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিদের্শনা রয়েছে। সেই মোতাবেক দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজী বন্ধ করাসহ হিন্দু সম্প্রদায়ের মন্দির পাহাড়ার নির্দেশ পালন করছি আমরা। বিএনপি সব সময় জনসাধারণ কথা চিন্তা করে রাজনীতি করে। তাই জনগণের নাগরিক নিরাপত্তা নিশ্চিতে নেতাকর্মীদের আমরণ কাজ করার আহ্বান জানান তিনি।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর