শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ঢাকা

অজ্ঞাত স্থান থেকে পদত্যাগ করলেন হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান 

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৪, ১১:৪৭ এএম

শেয়ার করুন:

অজ্ঞাত স্থান থেকে পদত্যাগ করলেন হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান 

অজ্ঞাত স্থান থেকে পদত্যাগ করেছেন হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়া আক্তার। 

মঙ্গলবার (১৩ আগস্ট) স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর এ পদত্যাগ পত্র জমা দেন তিনি। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: আমির হোসেন আমুর বাসভবন থেকে ৫ কোটি টাকা উদ্ধার

পদত্যাগ পত্রে আলেয়া আক্তার বলেন, গত ৪ এপ্রিল থেকে জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছি। কিন্তু বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে দায়িত্ব পালন করতে পারছি না। তাই আজ (মঙ্গলবার) থেকে আমি জেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলাম।

উল্লেখ্য, আলেয়া আক্তার হবিগঞ্জ-৩ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু জাহিরের স্ত্রী। এছাড়াও তিনি হবিগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গেলে মো. আবু জাহির স্ত্রীসহ পালিয়ে যান।

আরও পড়ুন: আ.লীগ নেতা ও তার গাড়িচালককে কুপিয়ে ও পুড়িয়ে হত্যা


বিজ্ঞাপন


এ ব্যাপারে জানতে আলেয়া আক্তারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

তবে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগ নেতা নূরুল আমিন ওসমান। তিনি বলেন, বিষয়টি শোনার পর আমি জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়া আক্তারের সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন অসুস্থতার কারণে তিনি পদত্যাগ করেছেন। চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাবেন।

প্রতিনিধি/ এমইউ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর