বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

রংপুরে এলপিজি গ্যাসের দাম বেশি রাখায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২২ মে ২০২২, ১০:১০ পিএম

শেয়ার করুন:

রংপুরে এলপিজি গ্যাসের দাম বেশি রাখায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা
ছবি: ঢাকা মেইল

রংপুর নগরীতে এলপিজি গ্যাসের দোকানে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রির দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

রোববার (২২ মে) বিকেলে নগরীর সিও বাজার ও ঢুকঢুকির হাটে এ এলপিজি গ্যাসের দাম নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর।


বিজ্ঞাপন


এসময় মেসার্স আলামিন ট্রেডার্সকে সরকার নির্ধারিত মুল্যের চেয়ে অধিক মুল্যে বিক্রির দায়ে ৪০ হাজার এবং মুল্য তালিকা না থাকায় কে স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ২ হাজার টাকা জরিমানা করে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রক্রিয়াজাতকরণ ও পরিবেশনের অপরাধে রানা হোটেলকে।
 
অভিযান পরিচালনার পাশাপাশি সচেতনতা বৃদ্ধির লক্ষে মাইকিং, লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। সেই সাথে ব্যবসায়ী ও ভোক্তাবৃন্দকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্পর্কে অবহিত করা হয়।

অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আফসানা পারভীন ও বিভাগীয় কার্যালয়ের মোহাম্মদ আরিফ মিয়া। এসময় সহায়তা করেন ক্যাব রংপুর ও মেট্রোপলিটন পুলিশ সদস্য।

অভিযান প্রসঙ্গে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর সহকারী পরিচালক আফসানা পারভীন ঢাকামেইলকে জানান, বাজার নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চলছে, এটি অব্যাহত থাকবে।

এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর