সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘উপকূলীয় সূর্য সামাজিক সংস্থা’র আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

জেলা প্রতিনিধি, বরগুনা
প্রকাশিত: ১২ আগস্ট ২০২৪, ০৮:২২ পিএম

শেয়ার করুন:

‘উপকূলীয় সূর্য সামাজিক সংস্থা’র আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

‘সমৃদ্ধ জীবনের জন্য চাই সুস্থ পরিবেশ’ এ পতিপাদ্যকে সামনে রেখে প্রাণ-প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় সামাজিক বনায়ন সৃজন উপলক্ষে ‘উপকূলীয় সূর্য সামাজিক সংস্থা'’র আয়োজনে উপজেলা প্রশাসনের সহোযোগিতায় বরগুনায় বৃক্ষরোপণ কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১২ আগস্ট) সকাল সারে এগারটার দিকে বরগুনার ভাড়ানি খালের তীরে ও শিক্ষাপ্রতিষ্ঠানে ঝাউগাছ, ফুল ও ফলজ গাছ রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচীর শুভ উদ্বোধন করেন বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসার শামিম মিঞা।


বিজ্ঞাপন


এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আ. হালিম, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি সৃজনশীল উদ্যোক্তা অ্যাড. সাংবাদিক সোহেল হাফিজ, উসসাস এর প্রধান নির্বাহী অলিউল্লাহ্ ইমরান।

বৃক্ষ রোপণকালে সোহেল হাফিজ বলেন, আমাদের দেশে শতকরা পঁচিশ ভাগ বনাঞ্চল থাকার প্রয়োজন থাকলেও আছে সতেরো ভাগ। তাই ব্যাপক বৃক্ষরোপণ দরকার। এ অবস্থায় ‘উপকূলীয় সূর্য সামাজিক সংস্থা’ (উসসাস) এর সৃজনশীল উদ্যোগকে সাধুবাদ জানাই। 

বৃক্ষরোপণ কর্মসূচিতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আ. হালিম বলেন, গাছ আমাদের অক্সিজেন দেয়, প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের নিরাপদ রাখে, আমাদের দৈনন্দিন কাজে গাছের ব্যবহার অপরিহার্য। তাই ‘উসসাস’ এর বৃক্ষরোপণ কর্মসূচি প্রশংসনীয়। 

সদর উপজেলা নির্বাহী অফিসার শামিম মিঞা বলেন, বৃক্ষ আমাদের জলবায়ুর ভারসাম্য রক্ষায় সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের উপজেলা প্রশাসনের সহোযোগিতায় এবং ‘উপকূলীয় সূর্য সামাজিক সংস্থা’ (উসসাস) এর আয়োজনে এই বৃক্ষরোপণ কর্মসূচীর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে। আজকে ভাড়ানি খালের পার ঝাউগাছ ও দারুলউলুম নেছারিয়া কামিল মডেল মাদরাসায় ফুল ও ফলজ গাছ লাগানো হয়েছে। 


বিজ্ঞাপন


‘উপকূলীয় সূর্য সামাজিক সংস্থা’র প্রধান নির্বাহী অলিউল্লাহ্ ইমরান বলেন, ‘সমৃদ্ধ জীবনের জন্য চাই সুস্থ পরিবেশ’ এই পতিপাদ্যকে সামনে রেখে প্রাণ- প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় সামাজিক বনায়ন সৃজন উপলক্ষে বরগুনার ভাড়ানি খালের পাড় ও শিক্ষাপ্রতিষ্ঠানে ফুল ও ফলজ গাছ রোপণ করে আমাদের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা শুরু হয়েছে। বাংলাদেশে বনাঞ্চল কম হলেও সামাজিক সংস্থা ও ব্যক্তি পর্যায়ে গাছ লাগানো বৃদ্ধি পাওয়ার ফলে মাথাপিছু গাছের সংখ্যা বাড়ছে। যা অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। বৃক্ষরোপণের এ কর্মসূচি সফল হলে আগামী প্রজন্মের জন্য বাংলাদেশ বাসযোগ্য হবে। 

বৃক্ষরোপণ উদ্বোধন কালে উপস্থিত ছিলেন, বরগুনা দারুল উলুম নেছারিয়া কামিল মডেল মাদ্রাসার আদ্যক্ষ হারুনর রশীদ, ইংরেজি লেকচারার কামাল হোসেন, "উপকূলীয় সূর্য সামাজিক সংস্থা'র সি. সহ-সভাপতি মো. ইয়াকুব, সহ-সভাপতি সবুজ আহমেদ, সাধারণ সম্পাদক সোহাগ হাওলাদার, কার্যনির্বাহী সদস্য রাকিব মাহমুদ নিলয়, মো. রায়হান মাহদী, ''উসসাসে'র সেচ্ছাসেবী টিমের সদস্য মাহদি ইসলাম সালমান, মোঃ রাব্বি, নিহাত মির, অন্তত দাস, আবু সালেহ, নিরব, ইয়াসিন আরাফাত, ইসরাত জাহান রিতু, মারিয়া, ফাতিমা, তানজিলা সহ প্রমুখ।

প্রতিনিধি/  এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর