শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

মাঙ্কিপক্স রোধে আখাউড়া স্থলবন্দরে সতর্কতা

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২২ মে ২০২২, ০৯:২৪ পিএম

শেয়ার করুন:

মাঙ্কিপক্স রোধে আখাউড়া স্থলবন্দরে সতর্কতা
ছবি : ঢাকা মেইল

মাঙ্কিপক্সের সংক্রমণ ঠেকাতে সতর্কতা হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে পারাপার হওয়া যাত্রীদের হেলথ স্ক্রিনিং কার্যক্রম জোরদারের নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য বিভাগ। 

স্বাস্থ্য অধিদফতর থেকে চিঠি পাঠানোর পর রোববার (২২ মে) বিকেল থেকে চেকপোস্টে সতর্কতা জারি করা হয়। 


বিজ্ঞাপন


ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ জানান, বাংলাদেশও মাঙ্কিপক্সের আক্রমণ থেকে ঝুঁকিমুক্ত নয় বিধায় রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে স্থলবন্দরের হেলথ স্ক্রিনিং কার্যক্রম জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে। স্ক্রিনিংয়ের মাধ্যমে মাঙ্কিপক্স সন্দেহজনক রোগী শনাক্ত হলে স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখা এবং আইইডিসিআর-এ পাঠানো হবে।

প্রতিনিধি/এইচই 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর