সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়িতে আগুন

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
প্রকাশিত: ১০ আগস্ট ২০২৪, ০৮:৪৮ পিএম

শেয়ার করুন:

গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়িতে আগুন

গোপালগঞ্জে সেনাবাহিনীর একটি গাড়ি ভাঙচুর করে তাতে অগ্নিসংযোগ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শনিবার (১০ আগস্ট) বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


শেখ হাসিনাকে ‘সম্মানের সাথে দেশে ফিরিয়ে আনার’ দাবিতে গোপালগঞ্জে কয়েক হাজার মানুষ বিক্ষোভ করে। এসময় তারা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে। সেনা সদস্যরা অবরোধ তুলে নিতে বললে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভাঙচুর শুরু করে এবং এক পর্যায়ে সেনাবাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

বিক্ষোভের সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে লাঠি, রাম দা ও অন্যান্য ধারালো অস্ত্র ছিল।

স্থানীয় সাংবাদিকরা বলছেন, বিক্ষোভকারীদের হটিয়ে দেওয়ার জন্য সেনাসদস্যরা লাঠিচার্জ ও ফাঁকা গুলি ছুড়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে এনিয়ে টানা তিনদিন গোপালগঞ্জে বিক্ষোভ হয়েছে। তবে শনিবার (১০ আগস্ট) সহিংসতায় গড়িয়েছে এই বিক্ষোভ।


বিজ্ঞাপন


এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর